মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান মানবদেহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হয়েছে। আপনি মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান নিচে দেখতে পাবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় মানবদেহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে যা আপনার জানা থাকলে সহজেই উত্তর দিতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইটে গুরুত্বপূর্ন বা পরীক্ষায় আসার মত মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান সকল প্রশ্নের উত্তর নিচে দিয়েছি।

 Human Body General Knowledge

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান পরীক্ষা জন্য 

সার সংক্ষেপ

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান 1

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান দেখুন 

মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি = মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক । ত্বক এর পরে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ লিভার বা যকৃৎ ।

মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত =  ৯৮.৬ ডিগ্রি  ফারেনহাইট

মানবদেহে কয়টি হাড় আছে = ২০৬টি

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি =  লিভার বা যকৃৎ

মানবদেহের অঙ্গ কয়টি =  মানবদেহে ৭৮টি প্রধান অঙ্গ রয়েছে।

মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি =   মানবদেহে মোট ৪৬ টি ক্রোমোজোম রয়েছে অর্থাৎ ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে।

মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ =  মানবদেহের ৬০-৭০ ভাগ পানি রয়েছে

মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে =  ৪%

মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি = মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার

মানবদেহের বৃদ্ধি ঘটে কত বছর পর্যন্ত =   মানবদেহের বৃদ্ধি ঘটে ২০-২৪ বছর পর্যন্ত  

মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি =  স্নায়ুকোষ বা নিউরোন

মানবদেহের হৃদপিন্ডের কাজ কি =  রক্ত প্রবাহ সচল থাকে এবং সারাদেহের প্রায় সকল কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে থাকে। পাম্পিং প্রক্রিয়ার মাধ্যমে হরমোন ও বিভিন্ন পুষ্টি উপাদান সারাদেহে সরবরাহ করে থাকে।দেহের দূষিত রক্ত এবং কোষের বিপাকীয় কাজের মাধ্যমে উৎপন্ন বর্জ্য পদার্থ ফুসফুসে প্রেরন করে ও রক্তচাপ নিয়ন্ত্রনে ভূমিকা রাখে ।

মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী =  মানবদেহের প্রধান রেচন অঙ্গ  বৃক্ক।

মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি =  লিভার বা যকৃৎ

মানবদেহে প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন =  ৩ লটার 

মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি = পিনিয়াল গ্রন্থি

মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কয়টি = ৯টি 

মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি = ত্বক

মানবদেহে শতকরা কত ভাগ পানি = ৬০-৭০ ভাগ

মানবদেহে জিনের সংখ্যা কত =  মানবদেহে জিনের সংখ্যা ৪০০০০

মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস =  মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন

মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি = অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে ডান অলিন্দ ও ডান নিলয় এর মাধ্যমে ফুসফুসীয় ধমনী দ্বারা ফুসফুসে পৌঁছায়। ফুসফুস থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে যা বাম নিলয় ও মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে।

মানবদেহে রক্তের পরিমাণ কত =  ৫ থেকে ৬ লিটার

মানবদেহে কত ভাগ পানি থাকে =  মানবদেহে কত ভাগ পানি থাকে ৬০-৭০ ভাগ

মানবদেহে কোষের সংখ্যা কত =  মানবদেহের কোষের সংখ্যা থাকে গড়ে প্রায় ১০০ ট্রিলিয়ন। সূত্র ইউকিপিডিয়া

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

সকল জেলা ভিত্তিক চাকরির খবর দেখুনঃ এখানে দেখুন  

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান ছবি 

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান 2

 Human Body General Knowledge for exam

মানবদেহে কোন ভিটামিন তৈরি হয় না =  ভিটামিন C

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি =  লিভার বা যকৃৎ

মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি = নিউরোন বা স্নায়ুকোষ 

শুকনো অবস্থায় মানবদেহের চামড়ার রোধ কত =  শুষ্ক অবস্থায় মানব দেহের রোধ প্রায় ৫০হাজার  ওহম এবং আর্দ্র অবস্থায় ১০হাজার ওহম

কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল = মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল  HDL কোলেস্টেরল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ।

মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি = মানবদেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস

মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি =  মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার

মানবদেহের ঘনত্ব কত = মানবদেহের ঘনত্ব 0.995 gm/cc

মানবদেহে ফুসফুসের সংখ্যা কয়টি =  মানবদেহে ফুসফুসের সংখ্যা ২টি 

মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি = মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি  প্লীহা

মানবদেহে কয় ধরনের অ্যামাইনো এসিড রয়েছে =  মানবদেহে অ্যামাইনো এসিড রয়েছে ২০ ধরনের

মানবদেহে হাড়ের সংখ্যা কত = মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬টি

মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কয়টি = মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড ৯টি

মানবদেহে কত ধরনের মৌল আছে = মানবদেহে ভিন্ন ভিন্ন ২৬ ধরনের মৌল আছে 

সকল গুরুত্বপূর্ন  মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান  

মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড কয়টি = ৩টি

ভেজা অবস্থায় মানবদেহের রোধ কত = ভেজা অবস্থায় মানবদেহের রোধ ১০ হাজার ওহম

মানবদেহের সবচেয়ে ছোট পেশির নাম কি = স্টেপিস মানবদেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা অস্থি।

মানবদেহের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি =  দাঁত মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ

মানবদেহে কিডনির অবস্থান = পৃথিবীর সকল মানুষের শরীরে সাধারণত দুটি কিডনি থাকে। কিডনি পেটের ভিতরে, পিঠের দিকে, মেরুদণ্ডের দুইপাশে কোমরের অংশে অবস্থিত।

মানবদেহের রেচন অঙ্গ কয়টি = ৪টি । বৃক্ক, ফুসফুস, যকৃৎ ও ত্বক।

মানবদেহে কতটি হাড় আছে = ২০৬টি

মানবদেহে পানির পরিমাণ কত = ৬০% – ৭০%

মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে = ৬০ থেকে ৭০ ভাগ 

মানবদেহে কত গ্রাম শর্করা জমা থাকে =  ৩০০ – ৪০০ গ্রাম

মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি = আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত; গায়ের লোম; চোখের ভেতরের দিকের কোণায় উপপল্লব; বহিঃকর্ণের পাশের তিনটি করে কর্ণপেশী; লেজ না থাকলেও পুচ্ছাস্থি; এবং বৃহদান্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি

মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি = পিনিয়াল

মানবদেহে লিভারের অবস্থান = পেটের ডানদিকে লিভার বা যকৃত এর অবস্থান।

মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে = অক্সিজেন

মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি = মানবদেহের ক্ষুদ্রতম কোষ হ’ল লিম্ফোসাইট শ্বেতকণিকা এবং বৃহত্তম কোষ হ’ল স্নায়ুকোষ।

মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি = স্টেপস হাড়টি মানবদেহের সবচেয়ে ছোট হাড়। এটি মধ্য কানে অবস্থিত।

বিষধর সাপ কামড়ালে ক্ষতস্থানে থাকে কয়টি দাঁতের দাগ থাকে =পাশাপাশি দুটোদুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কি =  ল্যাকটোজ ।

রক্ত ক্ষরনে বাধা প্রদান করে কোন ভিটামিন =  Vitamin ‘K’

মলা মাছে বেশি পরিমানে কি ভিটামিন থাকে =  Vitamin ‘A’

হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে = সিস্টোল।

হৃদপিন্ডের প্রসারনকে কি  বলে ? = ডায়াস্টোল 

মানুষের হৃদপিন্ডের ওজন কত গ্রাম = ৩০০ গ্রাম।

মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি = যকৃত

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান জানুন পরিক্ষার প্রস্তুতির জন্য

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান 3

 Human Body General Knowledge for job exam

কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় = রেনিন

 একটি হৃদচক্রের গড় স্থিতি কত = ০.৮ সেকেন্ড।

মানবদেহে মেরুদন্ডের অস্থির কশেরুকার সংখ্যা কয়টি =  ৩৩টি।

অধিক পরিমানে পটাশিয়াম পাওয়া যায় কোন জিনিসে =  ডাবের পানিতে। 

মানবদেহের সবচেয়ে ছোট কোষ এর নাম কি = শ্বেতকণিকা। 

ব্যাঙের হৃদ প্রকোষ্টের সংখ্যা কয়টি = ৩টি

স্তন্যপায়ী (মানুষ / কুমির) প্রাণীর হৃদ প্রকোষ্টের সংখ্যা কয়টি = ৪।

আরশোলা/তেলাপোকার হৃদ প্রকোষ্টের সংখ্যা কয়টি = ১৩। 

স্নায়ুতন্ত্রের একক কি =  নিউরন।

বৃক্কের গঠন ও কাজের একক কি =  নেফ্রন।

এনজাইম তৈরী হয় কি দিয়ে =  আমিষ দিয়ে।

আমাদের দেহকোষ রক্ত থেকে কি গ্রহন করে = অক্সিজেন ও গ্লুকোজ।

মানুষের মস্তিষ্কের ওজন কত = ১.৪ কেজি।

সুস্থ মানব দেহের তাপমাত্রা কত = ৯৮.৪°F

পূর্ণ বয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ির স্পন্দন কত = ৭২ বার ।

রক্তের pH এর পরিমান কত =  রক্তের pH ৭.২ থেকে ৭.৪ ।

গ্রন্থিরাজ বলা হয় কাকে = পিটুইটারিকে।

 রক্ত শূন্যতার নাম কি =  লিউকোমিয়া।

 মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ এর নাম কি = ত্বক 

পুংজনন গ্রন্থিতে কথায় পাওয়া পাওয়া যায় = টেস্টোরেণ।

স্ত্রীজনন গ্রন্থিতে পাওয়া যায় কোনটি =  ইস্ট্রোজেন ।

রক্ত গঠিত দুই প্রকার উপাদান এর নাম কি =  রক্তরস ও রক্তকনিকা

একজন পুর্নবয়স্ক মানুষ কতবার রক্ত দিতে পারে =  প্রতি ৪ মাস পর পর।

একজন পুর্নবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত ক্যালরি শক্তি প্রয়োজন = ২৫০০ ক্যালরি শক্তি প্রয়োজন 

গামা রশ্মির প্রভাবে কি ক্ষতি হয়? =  ক্যানসার / রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস/ মানষিক বিকলাঙ্গতা/বংশ পরম্পরায়ও ক্ষতি পরিলক্ষিত হয়।

ডায়াবেটিসকে কি রোগ বলা হয় = বহুমুত্র রোগ ।

ইনসুলিন নিঃসরন করে কোন কোষ =  আলফা কোষ (প্যানক্রিয়াস/অগ্নাশয় )।

রক্ত জমাট বাধতে বাধা দেয় না কোনটি =  বিলিরুবিন। 

নাড়ীর স্পন্দন প্রবাহিত কোথায় হয় =  ধমনীর ভেতর দিয়ে।

সকল পরীক্ষার প্রস্তুতির জন্য মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান দেখুন 

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান 4

 Human Body General Knowledge for all exam

মানব দেহের কঠিন পদার্থ নাম কি = এনামেল । 

ইনসুলিন আবিষ্কার করেন ক্র = বেন্টিং।

হাইবারনেশান কি = শীতনিদ্রা ।

শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে কোনটি = কিডনি। 

শরীর থেকে যে বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে বের হয় তার নাম কি = ইউরিয়া।

পেনিসিলিন আবিষ্কার করেন কে = আলেকজেন্ডার ফ্লোমিং।

পেনসিলিন তৈরী হয় কি দিয়ে =  পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে।

প্যানক্রিয়াস/অগ্নাশয় কি = প্যানক্রিয়াস/অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি (এতে তিন ধরনের কোষ থাকে-আলফা, বিটা, ডেলটা)।

অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রকারী হরমোন এর নাম কি =  ইনসুলিন।

সিরোসিস কি =  সিরোসিস হচ্ছে  শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া ও টিসুগুলো কঠিন হয়ে পড়া।

মানুষের লালারসে কি থাকে =   টায়ালিন এনজাইম।

কিডনির কার্যকরী একক কি = নেফ্রনকে।

স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারন কেন হতে পারে = স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারন হতে পারে কারন এটি হচ্ছে মস্তিষ্কে রক্ত ক্ষরন ও রক্ত প্রবাহে বাধা প্রদান করে।

কোন প্রাণী কামড়ালে জলাতংক রোগ হয় =  কুকুর।

রক্তশূন্যতা বলতে কি বুঝায় = রক্তে হিমোগ্লোবিনের পরিমান  হ্রাস পাওয়া।

মানব দেহে কোন অংশে নিউমোনিয়া রোগ হয় = ফুসফুসে।

AIDS  এর পুরোনাম কি =  Acquired Immune Deficiency Syndrome. 

AIDS রোগের জন্য দায়ী কোন ভাইরাস =  HIV Virus |

ক্যান্সার কি ? ক্যান্সার হলো দ্রুত ও অস্বাভাবিক হারে বৃদ্ধি প্রাপ্ত দেহকোষ ।

জন্ডিস হয় বিলিরুবিনের মাত্রা কত হলে = জন্ডিস হয় রক্তে বিলিরুবিনের মাত্রা ১% বেশি হলে। 

এনিমিয়া বা রক্ত শূন্যতা রোগ কেন হয় = লৌহের অভাবে ।

ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কেন =  গ্লুকাগন হরমোনের অভাবে। 

সর্দি কাশি কেন হয় =  ভিটামিন ‘সি’ এর অভাবে

আয়োডিনের অভাবে কোন রোগ হয় =  গলগন্ড রোগ হয়।

আয়োডিনের অভাবে কোন রোগ হয় =  গলগন্ড রোগ হয়।

ব্ল্যাকফোট কি =  ব্ল্যাকফোট আর্সেনিক আক্রান্ত মানবদেহে সৃষ্ট রোগ। 

গ্যাস্ট্রিক নির্ণয়ে কোন পরীক্ষা করা হয় = এণ্ডোসকপি।

ভাইরাস জনিত রোগ কোন গুলো =  জন্ডিস, জলাতঙ্ক, ইনফ্লুয়েনজা, হাম, এইডস, পোলিও, রানীক্ষেত, বসন্ত ইত্যাদি।

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান সকল প্রশ্নের উত্তর

ব্যাকটেরিয়া জনিত রোগ কোন গুলো =  কলেরা, টাইফয়েড, ধনুষ্টংকার, নিউমোনিয়া, ডিপথেরিয়া, প্লেগ, যক্ষ্মা, হুপিংকাশি ইত্যাদি । 

রিকেট রোগ কোন ভিটামিন এর অভাবে হয় = ভিটামিন D এর অভাবে।

বেরি বেরি রোগ হয় কোন ভিটামিন এর অভাবে =  ভিটামিন বি এর কারনে। 

মায়োপিয়া কিসের রোগ = চোখের রোগ।

এন্টিবায়োটিকের কাজ কি =  জীবানু ধ্বংস করা।

ভিটামিন ‘এ’ এর অপর নাম কি = ক্যারোটিন।

দুধের প্রোটিনের নাম কি =  কেসিন (যার জন্যে দুধ সাদা হয়)।

কচু শাক খেলে গলা চুলকায় কেন =  ক্যালসিয়াম অক্সালেট থাকায় ।

অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কি রুপে =  গ্লাইকোজেন রুপে ।

 ভিটামিন ‘ই’ এর কাজ কি =  প্রজননে সহায়তা করা।

 দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন বেশি =  ভিটামিন।

 ভিটামিন ‘সি’ এর অপর নাম কি = এসকরবিক এসিড।

 সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্যের নাম কি = দুধ।

কার্বহাইড্রেটের অপর নাম কি =  স্যাকারাইড।

লৌহের পরিমান বেশি থাকে কোন শাকে =  কচু শাকে।

 Human Body General Knowledge

রাত কানা রোগ হয় কোন ভিটামিন এর অভাবে =  Vitamin ‘A’ এর অভাবে । 

পেলেগ্রা রোগ হয় যে ভিটামিনের অভাবে = নায়াসিন 

শিশুরা বামন হয় কিসের কারনে = থাইরক্সিন হরমনের অভাবে।

আমিষ পরিপাক হয়ে কিসে পরিনত হয় = এমাইনো এসিড।

পেপেতে কি আছে = প্যাপেইন এনজাইম।

মুখে ও জিহ্বায় ঘা হয় কোন ভিটামিন এর অভাবে = ভিটামিন B2 এর অভাবে। 

হাড় ও দাঁত তৈরীর জন্য প্রয়োজন = ভিটামিন ‘ডি’। 

সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ এর অনুপাত কত =  ৪:১:১

পেশী ও মেদ ক্ষয় হয় কোন রোগের কারনে =  সেরোসিস রোগের ফলে। 

হেপাটাইটিস বি ভাইরাস আক্রমন করে কোথায় =  যকৃতে। 

স্মরণ শক্তি হ্রাস পায় কিসের কারনে = জিংক ও আয়রনের অভাবে। 

পানিতে দ্রবনীয় (water soluble) ভিটামিন এর নাম কি =  ভিটামিন সি । 

চর্বিতে দ্রবনীয় (Fat soluble) ভিটামিন এর নাম কি = ভিটামিন (ADEK) 

ডিমের সাদা অংশে কি থাকে = অ্যালবুমিন নামক প্রোটিন 

আদর্শ সুষম খাদ্যের উপাদান কয়টি = ৬টি।

এন্টিবডির কাজ হল কি = দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

কফিতে কি থাকে =  ক্যাফেইন এনজাইম।

চা পাতায় কি থাকে = ভিটামিন বি কমপ্লেক্স।

গ্লুকোজের সংকেত কি =  CHO

প্রকৃতিতে ৬ ধরনের খাদ্য উপাদান এর না কি = আমিষ ( Protein), শর্করা (Carbohydrate) চর্বি (Fat), খনিজ লবণ ( Mineral) পানি (Water) ও ভিটামিন (Vitamin)

মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান ,  Human Body General Knowledge

শেয়ার করুন

Leave a Comment