পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Palli Sanchay Bank Job Circular 2023

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ(Palli Sanchay Bank Job Circular 2023)পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যে সকল জেলা থেকে জনবল নিয়োগ দেওয়া হবে তা নিম্নে দেওয়া হয়ছে। পল্লী সঞ্চয় ব্যাংক মূলত সমবায় পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে।পল্লী সঞ্চয় ব্যাংক এর ৪৮৫ শখা রয়েছে যা ৪৮৫টি উপজেলায়। পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের গ্রাম অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অবদান রেখে চলছে।

তাই আপনি যদি আবেদন করতে চান, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত আমাদের ওয়েবসাইট থেকে পড়ে আপনার যোগ্যতা  অনুযায়ী আবেদন করুন। 

পল্লী সঞ্চয় ব্যাংকে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য নামের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সার সংক্ষেপ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিঃ

(Palli Sanchay Bank Job Circular 2023)পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির  সংক্ষেপে বিবরণ । মোট ২টি ক্যাটাগরিতে মোট ৬৬৮ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৪ জুন ২০২৩ইং এবং আবেদনের  শুরু ২০ জুন ২০২৩ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৩ইং।  তাই নিয়োগ বিজ্ঞপ্তির  সকল শর্ত  মেনে  আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল পল্লী সঞ্চয় ব্যাংক  কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। পল্লী সঞ্চয় ব্যাংক  পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। পল্লী সঞ্চয় ব্যাংক কার্যাবলি মূলত কি? পল্লী সঞ্চয় ব্যাংক  এর প্রতিষ্ঠা কাল কখন? এবং পল্লী সঞ্চয় ব্যাংক এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি? এর পণ্যস্মূহ কি কি? 

পল্লী সঞ্চয় ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে পল্লী সঞ্চয় ব্যাংক বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। 

পল্লী সঞ্চয় ব্যাংক সম্পর্কে জানতে বিজ্ঞপ্তির শেষে নিচে লিংক দেওয়া আছে তা দেখুন 

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপে বিবরণঃ

Palli Sanchay Bank Job Circular 2023

প্রতিষ্ঠানের নামঃ    পল্লী সঞ্চয় ব্যাংক

বিজ্ঞপ্তি প্রকাশঃ    ১৪ জুন ২০২৩ 

প্রকাশ সূত্রঃ  অফিশিয়াল ওয়েবসাইট

চাকরির ধরনঃ   সরকারি ব্যাংক চাকরি

আবেদন ফিঃ    নিচে বিজ্ঞপ্তিতে দেখুন

ক্যাটাগরিঃ    ২টি

  শূন্যপদঃ  ৫৬৪

শিক্ষাগত যোগ্যতাঃ    নিচে বিজ্ঞপ্তিতে দেখুন

বেতন স্কেলঃ    নিচে বিজ্ঞপ্তিতে দেখুন

আবেদন করার মাধ্যমঃ    অনলাইন

আবেদন শুরু করার তারিখঃ    ২০ জুন ২০২৩

আবেদনের শেষ  তারিখঃ   ১৫ জুলাই  ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইটঃ www.pallisanchaybank.gov.bd 

আবেদন করার লিংকঃ  http://psb.teletalk.com.bd 

কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে  =  নিচে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে 

পল্লী সঞ্চয় ব্যাংক  বিজ্ঞপ্তি অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

(০১) পদের নাম: অফিস সহায়ক 

গ্রেডঃ ২০ তম

পদ সংখ্যাঃ ৪৯২ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-  এবং তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

(০২) পদের নাম: নিরাপত্তা প্রহরী

গ্রেডঃ ২০ তম

পদ সংখ্যাঃ ৭২ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-  এবং তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

খ) সুঠাম দেহের অধিকারী হতে হবে।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

হবিগঞ্জ, বগুড়া, সিলেট, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, মাদারীপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, নীলফামারী , চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, যশোর, লক্ষ্মীপুর, পাবনা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুষ্টিয়া, জামালপুর, সিরাজগঞ্জ, রংপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম এবং ঢাকা জেলা।

তবে সকল জেলার যোগ্য এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন।

শর্তাবলী :

১. আগ্রহী প্রার্থীদেরকে ২০/০৬/২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫/০৭/২০২৩ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র http://psb.teletalk.com.bd ওয়েবসাইটে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

২. বয়স সীমা (১৫ জুলাই, ২০২৩ অনুযায়ী):

ক. আবেদনকারী প্রার্থীগণের বয়সসীমা ১৮-৩০ বছর;

খ. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর;

গ. বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

ঘ. তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।

৩. নিয়োগের ক্ষেত্রে সরকারী বিদ্যমান বিধিবিধান, নীতিমালা/কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

৪. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

৫. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্র দাখিল করতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে স্থানীয় কর্তৃপক্ষের (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন) সনদপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যা, শারীরিক প্রতিবন্ধী, এতিমখানা নিবাসী, উপজাতি, আনসার-ভিডিপি ইত্যাদি কোটায় আবেদনকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে সনদপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের বিষয়ে সরকারী নির্দেশনা অনুযায়ী প্রমাণপত্র দাখিল করতে হবে।

৬. চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় ৫ নম্বর ক্রমিকে উল্লিখিত শর্ত মোতাবেক দলিলাদি দাখিলের সময় তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। 

৭. অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

৮. পল্লী সঞ্চয় ব্যাংকের ওয়েবসাইট http://www.pallisanchaybank.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://psb.teletalk.com.bd এ আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী পাওয়া যাবে।

Palli Sanchay Bank Job Circular 2023

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী

ক. প্রার্থীগণ http://psb.teletalk.com.bd এই ওয়েবসাইটে উল্লিখিত পদসমূহের ক্ষেত্রে আগ্রহী পদে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫/০৭/২০২৩ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময় সীমার মধ্যে আবেদনকৃত প্রার্থীগণ Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটকের এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি ১০০ টাকা।

খ. প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত করবেন।

ঘ. প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের কপি প্রিন্ট কপি আকারে পরবর্তী পরীক্ষা সংক্রান্ত কাজে সহায়ক হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। 

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application. Preview দেখা যাবে । নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। 

উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre- paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ টাকা ১০০/- (একশত টাকা মাত্র) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। 

আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা।

প্রথম SMS: PSB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে Example: PSB ABCDEF

Reply: Applicant’s Name, TK 100/- will be charged as application fee. Your PIN is XXXXXXXXXX. To pay fee Type PSB <Space> Yes <Space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: PSB <space> YES < space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PSB YES XXXXXXXX

Reply: Congratulations Application’s Name, payment completed successfully for PSB Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password xxxxxxxx

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://psb.teletalk.com.bd অথবা PSB এর ওয়েবসাইট

www.pallisanchaybank.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় হবে।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুরসণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে PSB<space>help<space>User<space>User ID & send to 16222

Example: PSB HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে PSB<space>help<space>PIN<space>PIN Number & send to 16222

Example: PSB HELP PIN 12345678

ঝ. আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল অথবা টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পল্লী সঞ্চয় ব্যাংক এর মূল বা অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলঃ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ page 1
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ page 2

  আবেদন শুরু করার তারিখঃ    ২০ জুন ২০২৩

আবেদনের শেষ  তারিখঃ   ১৫ জুলাই  ২০২৩

         আবেদন করার লিংকঃ  http://psb.teletalk.com.bd 

পল্লী সঞ্চয় ব্যাংক এর ধরন কি? 

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংক এর কি কি শিল্প রয়েছে?

ক্ষুদ্রঋণ, আর্থিক পরিসেবা

পল্লী সঞ্চয় ব্যাংক কখন প্রতিষ্ঠা হয়? 

৮ জুলাই ২০১৪

পল্লী সঞ্চয় ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা, বাংলাদেশ

পল্লী সঞ্চয় ব্যাংক এর চেয়ারম্যান এর নাম কি?

চেয়ারম্যান-মোঃ আকরাম-আল-হোসেন

পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালকএর নাম কি? 

ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: জামিনুর রহমান

পল্লী সঞ্চয় ব্যাংক এর পণ্যসমূহ কি কি ? 

পণ্যসমূহ সমবায়,  ফাইন্যান্স ও বীমা,  ক্ষুদ্রঋণ, যৌথ ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কি , বিনিয়োগ ব্যবস্থাপন।

পল্লী সঞ্চয় ব্যাংক সম্পর্কে জানতে নিচের  লিংক দেখুন

অফিসিয়াল ওয়েবসাইট

পল্লী সঞ্চয় ব্যাংক উইকিপিডিয়া

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। এই লিংকে দেখুন

 নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা 

সন্ধি বিচ্ছেদ নিয়োগ পরীক্ষায় আসা সকল উত্তর

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ

Palli Sanchay Bank Job Circular 2023

শেয়ার করুন

Leave a Comment