বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ টেলিভিশন  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Bangladesh Television Job Circular 2023): বাংলাদশ টেলিভিশন বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। বাংলাদশ টেলিভিশন দর্শকদের গুরুত্ব দিয়ে  বিটিভি সংবাদ, খেলাধুলা, বিভিন্ন নাটক,বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান,ধর্মীয় অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র, ম্যাগাজিন,সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন বিনোদন অনুষ্ঠান  প্রচার করে থাকে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদশ টেলিভিশন শূন্যপদ সমূহে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে দরখাস্ত আহবান করছে। আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ টেলিভিশন  নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য নির্ভুল ও সঠিক ভাবে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। আপনারা আপনাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী পছন্দের পদে অবশ্যই সময় শেষ হওয়ার আগে আবেদন করবেন।

সার সংক্ষেপ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ BTV Job Circular 2023): বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। বাংলাদেশ টেলিভিশন দর্শকদের গুরুত্ব দিয়ে  বিটিভি সংবাদ, খেলাধুলা, বিভিন্ন নাটক,বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান,ধর্মীয় অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র, ম্যাগাজিন,সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন বিনোদন অনুষ্ঠান  প্রচার করে থাকে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন শূন্যপদ সমূহে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে দরখাস্ত আহবান করছে। আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ টেলিভিশন  নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য নির্ভুল ও সঠিক ভাবে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। আপনারা আপনাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী পছন্দের পদে অবশ্যই সময় শেষ হওয়ার আগে আবেদন করবেন।

বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তির কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু আপনি আবেদন করবেন । আর আপনি এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে চান, তাই আপনাকে বাংলাদেশ টেলিভিশন এর ইতিহাস সম্পর্কে ভালো করে জানা দরকার। কেননা বাংলাদেশ টেলিভিশন  নিয়োগ পরীক্ষায় এ সকল বিষয় আসতে পারে । যেমনঃ বাংলাদশ টেলিভিশন কখন উদ্বোধন করা হয় বা এর যাত্রা শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন কখন রঙ্গিন সম্প্রচার শুরু করে। এবং কি কি অনুষ্ঠান সম্প্রচার  করে। বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র ও  উপকেন্দ্রের সংখ্যা কয়টি এমন আরো অনেক তথ্য আপনার জানা দরকার। আপনার বাংলাদেশ টেলিভিশন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।

বাংলাদেশ টেলিভিশন বিটিভি  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি(Bangladesh Television(BTV)Job Circular) নিয়োগ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩১টি ক্যাটাগরিতে ১৩৪টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৭ এপ্রিল ২০২৩ইং এবং আবেদনের শুরু ২ মে ২০২৩ইং থেকে আর আবেদনের শেষ তারিখ ৩০ মে ২০২৩ইং । রাজস্ব খাতভুক্ত স্থায়ি ও অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে শর্তগুলো বুঝে আবেদন করবেন। আবেদন করতে হবে অনলাইনে। নিচে বিজ্ঞপ্তির সকল বিষয় দেওয়া আছে তা দেখুন।

বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপে

প্রতিষ্ঠানের নামঃ      বাংলাদেশ টেলিভিশন বিটিভি

বিজ্ঞপ্তি প্রকাশঃ      ১৭ এপ্রিল ২০২৩

আবেদন শুরুঃ         ২মে ২০২৩

ক্যাটাগরি সংখ্যাঃ      ৩১ টি

শূন্যপদঃ        ১৩৪ টি

চাকরির ধরণঃ       সরকারি চাকরি

আবেদন ফিঃ       নিচে বিজ্ঞপ্তিতে দেখুন

বেতন স্কেলঃ         নিচে বিজ্ঞপ্তিতে দেখুন

শিক্ষাগত যোগ্যতাঃ    নিচে বিজ্ঞপ্তিতে দেখুন 

আবেদনের শেষ সময়সীমাঃ    ৩০ মে ২০২৩ পর্যন্ত

অনলাইনে আবেদনঃ   

 http://btv.teletalk.com.bd

অফিসিয়াল ওয়েবসাইট:

https://btv.gov.bd/ 

বাংলাদেশ টেলিভিশন বিটিভি  নিয়োগ বিজ্ঞপ্তি অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

বাংলাদেশ টেলিভিশনের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী শূন্য পদসমূহে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

১। পদের নামঃ বাদ্যযন্ত্রী

শূন্যপদঃ ১টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত সংগীত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রে কমপক্ষে স্নাতক ডিগ্রি।

২। পদের নামঃ স্থির চিত্রগ্রাহক

শূন্যপদঃ ১টি (অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩৫

বেতম স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২ )

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ০৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

৩। পদের নামঃ প্রযোজনা সহযোগী/প্রযোজনা সহকারী

শূন্যপদঃ ১৮টি  (১৪টি স্থায়ী ও ৪টি অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

৪। পদের নামঃ ট্রান্সমিশন/ভিটিআর রেকর্ড কিপার

শূন্যপদঃ ২টি (অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

৫। পদের নামঃ রূপকার

শূন্যপদঃ ৩টি  ২টি অস্থায়ী ১টি স্থায়ী

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাবোর্ড হইতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ০৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

৬। পদের নামঃ ওয়াড্রোব সহকারী

শূন্যপদঃ ১টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

৭। পদের নামঃ সহকারী হিসাবরক্ষক

শূন্যপদঃ ৪টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

৮। পদের নামঃ টেলিভিশন টেকনিশিয়ান

শূন্যপদঃ  ১৮টি  (১২টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)

বয়সঃ  ১৮ থেকে ৩৫

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ এবং ০২ (দুই) বৎসরের ফাইনাল ট্রেড সার্টিফিকেটসহ ০৫ (পাচ) বৎসরের অভিজ্ঞতা।

৯। পদের নামঃ বিজ্ঞাপন সহকারী

শূন্যপদঃ  ১টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

১০। পদের নামঃ টেলিপ্রিন্টার অপারেটর

শূন্যপদঃ ২টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস এবং টিএন্ডটি বোর্ড হতে টেলিপ্রিন্টার-এ সার্টিফিকেট প্রাপ্ত।

১১। পদের নামঃ হিসাব সহকারী

শূন্যপদঃ ২টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

১২। পদের নামঃ  লাইসেন্স পরিদর্শক

শূন্যপদঃ ২টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি।

১৩। পদের নামঃ উচ্চমান সহকারী

শূন্যপদঃ ২টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

১৪। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

শূন্যপদঃ ২টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

১৫। পদের নামঃ নিরাপত্তা পরিদর্শক

শূন্যপদঃ ২টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রি সম্পন্ন।

১৬। পদের নামঃ পেইন্টিং সহকারী

শূন্যপদঃ ১টি (স্থায়ী)

বয়সঃ   ১৮ থেকে ৩৫

বেতম স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাবোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস এবং কোন বিজ্ঞাপনী সংস্থায় পেইন্টিং কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা।

১৭। পদের নামঃ জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান/টাওয়ার টেকনিশিয়ান

শূন্যপদঃ ১টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ বেতম স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাবোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ৫০০ ফুট উচ্চ টাওয়ার আরোহণ করার ক্ষমতা ও কাজ করার অভিজ্ঞতা।

১৮। পদের নামঃ লাইটিং সহকারী

শূন্যপদঃ ৮টি  (৪টি স্থায়ী ও ৪টি অস্থায়ী)

বয়সঃ  ১৮ থেকে ৩৫

বেতম স্কেলঃ  ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোন সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল কোর্সে ট্রেড সার্টিফিকেটধারী।

১৯। পদের নামঃ ক্যাশিয়ার

শূন্যপদঃ ১টি (অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাস। সরকারি নিয়মানুসারে প্রয়োজনীয় জামানত দিতে হইবে।

২০। পদের নামঃ ইলেকট্রিশিয়ান

শূন্যপদঃ ৩টি (অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

যোগ্যতাঃ কোন স্বীকৃত ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ভিটিআই/টিটিসি) হইতে ট্রেড কোর্স সার্টিফিকেট। 

২১। পদের নামঃ পাম্প অপারেটর

শূন্যপদঃ ১টি (স্থায়ী) 

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

যোগ্যতাঃ কোন স্বীকৃত ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স পাস।

২২। পদের নামঃ  গাড়িচালক

শূন্যপদঃ ৮টি  (৭টি স্থায়ী ও ১টি অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

যোগ্যতাঃ  কমপক্ষে ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। হালকা, মাঝারী ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।

২৩। পদের নামঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

শূন্যপদঃ   ৪টি (অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল-৩ এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ।

২৪। পদের নামঃ মঞ্চ সহায়ক

শূন্যপদঃ ৮টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)

যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কার্পেন্ট্রি কাজে বাস্তব অভিজ্ঞতার সার্টিফিকেট।

২৫। পদের নামঃ কস্টিউম আয়রনার

শূন্যপদঃ  ১টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)

যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লন্ড্রী কাজে বাস্তব অভিজ্ঞতার সার্টিফিকেট।

২৬। পদের নামঃ ওবি সহকারী

শূন্যপদঃ ৩টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)

যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ সুস্বাস্থ্যের অধিকারী | 

২৭।পদের নামঃ ইকুইপমেন্ট ক্লিনার

শূন্যপদঃ ৪টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

যোগ্যতাঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ভিটিআই/টিটিসি) হইতে (পার্ট-১) ট্রেড কোর্স সার্টিফিকেটধারী।

২৮।পদের নামঃ অফিস সহায়ক

শূন্যপদঃ ১২টি (৭ স্থায়ী ও ৫ অস্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

২৯।পদের নামঃ নিরাপত্তা প্রহরী

শূন্যপদঃ ৯টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।

৩০।পদের নামঃ মালি

শূন্যপদঃ ৪টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হইবে। 

৩১।পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী

শূন্যপদঃ ৫টি (স্থায়ী)

বয়সঃ ১৮ থেকে ৩০

বেতম স্কেলঃ  ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

যোগ্যতাঃ  কমপক্ষে অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং-০১ থেকে ২৩ এ বর্ণিত পদসমূহের জন্যঃ

ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা; ময়মনসিংহ বিভাগের সকল জেলা;

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি জেলা;

রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা;

রংপুর বিভাগের সকল জেলা;

খুলনা বিভাগের সকল জেলা;

বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা জেলা; সিলেট বিভাগের সকল জেলা; এবং সকল জেলার যোগ্য এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন।

ক্রমিক নং-২৪ থেকে ৩১ এ বর্ণিত পদসমূহের জন্যঃ 

ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা;

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলা।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা;

রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা;

রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা;

খুলনা বিভাগের খুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা; 

বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা;

সিলেট বিভাগের সকল জেলা;  এবং

সকল জেলার যোগ্য এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন।

এছাড়া আরো তথ্য পেতে নিচের অফিশিয়াল মূল বিজ্ঞপ্তিটি দেওয়া আছে তা দেখুন

বাংলাদেশ টেলিভিশন বিটিভি  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলঃ

বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পেজ ১
বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পেজ ২
বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পেজ ৩

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন।      এই লিংকে দেখুন 

শেয়ার করুন

Leave a Comment