শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Ministry of Industries job circular 2023

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Ministry of Industries job circular 2023 কর্তৃপক্ষ কর্তৃক তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়েছে। তাই আপনি যোগ্যতা অনুযায়ী আবেদন করতে চাইলে নিচে দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তটি মনোযোগ দিয়ে দেখুন। বিএসটিআই-এর রাজস্ব খাতের অধীনে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা করেছে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

সার সংক্ষেপ

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে  

সংক্ষেপে বিবরনঃ শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ মোট ১২টি ক্যাটাগরিতে ৫৯টি শূন্য পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩ ও ৬ আগস্ট ২০২৩ইং অফিশিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। আবেদনের শুরু ৬ আগস্ট ২০২৩ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। 

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। MOIND Job Circular 2023

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কিছু  গুরুত্বপূর্ণ  কথা

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল শিল্প মন্ত্রণালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। শিল্প মন্ত্রণালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। শিল্প মন্ত্রণালয় কার্যাবলি মূলত কি?

শিল্প মন্ত্রণালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে শিল্প মন্ত্রণালয় বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। MOIND Job Circular 2023

এছাড়া যেহেতু এটি  বিএসটিআই এর চাকরি তাই আপনি বিএসটিআই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখুন যা আপনার পরীক্ষায় কাজে লাগতে পারে 

আরো কিছু চাকরির খবর

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিবরন

প্রতিষ্ঠানের নামঃশিল্প মন্ত্রণালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ৩ ও ৬ আগস্ট ২০২৩
প্রকাশ সূত্রঃঅফিশিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন
চাকরির ধরনঃ সরকারি
ক্যাটাগরিঃ১২টি
শূন্যপদঃ৫৯টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ৭ আগস্ট ২০২৩
আবেদনের শেষ তারিখঃ৫ সেপ্টেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে দেখুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

(০১) পদের নাম: সমন্বয় কর্মকর্তা প্রশাসন উইং 

পদ সংখ্যাঃ ১ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

স্নাতকোত্তর ডিগ্রী। MOIND Job Circular 2023

(০২) পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) রসায়ন, রসায়ন পরীক্ষণ উইং

পদ সংখ্যাঃ ৬ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন / প্রাণ মাইক্রোবায়োলজী/ফার্মেসি/এগ্রি কেমিস্ট্রি বিষয়ে ১ম শ্রেণির সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। 

২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

(০৩) পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ফুড এন্ড ব্যাকটেরলজি রসায়ন পরীক্ষণ উইং 

পদ সংখ্যাঃ ৫ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজী/ফার্মেসি/এগ্রি কেমিস্ট্রি বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ছয় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা কেমিক্যাল/ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। 

২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়। MOIND Job Circular 2023

(০৪) পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) পুরকৌশল, পদার্থ পদার্থ পরীক্ষণ উইং 

পদ সংখ্যাঃ ৪ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা সিভিল/ মেকানিক্যাল) মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। 

২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

(০৫) পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং

পদ সংখ্যাঃ ২ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স /কম্পিউটার সায়েন্স এ ১ম শ্রেণির / সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। 

২।কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

(০৬) পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং

পদ সংখ্যাঃ ১ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। 

২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

(০৭) পদের নাম: পরীক্ষক (মান) পাট ও বস্ত্ৰ মান উইং

পদ সংখ্যাঃ ২ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। 

২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

(০৮) পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মেট্রোলজি উইং

পদ সংখ্যাঃ ৮ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিপিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ম্যাথমেটিক্স/ অ্যাপ্লাইড ম্যাথেমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছরের স্নাতক (সম্মান) বা ০৪ (চার) বছর মেয়াদী সিভিল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ কম্পিউটার/বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রী। Ministry of Industries job circular 2023

২।শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

(০৯) পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মেট্রোলজি উইং

পদ সংখ্যাঃ ৬ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন / ফলিত রসায়ন / প্রাণ রসায়ন বিষয়ে প্রথ শ্রেণি/দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ ০৪ (চার) বছরে স্নাতক (সম্মান) বা ০৪ (চার) বছর মেয়াদী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণি/দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রী। 

(খ) শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়। 

(১০) পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি) মেট্রোলজি উইং

পদ সংখ্যাঃ ২২ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-০৯) ২২০০০-৫৩০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স। রসায়ন/ফলিত রসায়ন/ বায়োকেমিস্ট্রি / ম্যাথমেটিক্স/ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী অথবা সিভিল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ কম্পিউটার/ কেমিক্যাল/বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। 

২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়। 

(১১) পদের নাম: পরিসংখ্যানবিদ প্রশাসন উইং

পদ সংখ্যাঃ ১ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-১০) ১৬০০০-৩৮৬৪০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী।

২। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। MOIND Job Circular 2023

(১২) পদের নাম: পরীক্ষক প্রশাসন উইং

পদ সংখ্যাঃ ১ জন

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-১০) ১৬০০০-৩৮৬৪০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের Cumulative Grade Point Average (CGPA)-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা অন্যূন দ্বিতীয় শ্ৰেণী বা সমমানের Cumulative Grade Point Average (CGPA)-সহ স্নাতক (সম্মান) ডিগ্রী। অথবা

(খ) প্রকৌশলে স্নাতক ডিগ্রী।

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হল

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1
শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 2
শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 3

আবেদনের শুরুর তারিখঃ ০৭ আগস্ট ২০৩

আবেদন করার শেষ তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৩

আবেদনের লিংকঃ http://bsti.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

Ministry of Industries job circular 2023

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

১। আগ্রহী প্রার্থীগণকে http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

২। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।

৩। Online আবেদনে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online -এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৪।  প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আবেদনের সময়সীমা 

১।  ০৭-০৮-২০২৩ খ্রি. তারিখে আবদেনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বৎসর।

২। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের বয়সসীমা

১।  Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭-০৮-২০২৩ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

২। Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৫-০৯-২০২৩, বিকাল: ০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

কর্মরত প্রার্থীর আবেদন

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে। Ministry of Industries job circular 2023

অনলাইনে আবেদনের নিয়মাবলি

Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা মাজা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। MOIND Job Circular 2023

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পরীক্ষার ফি জমা

Applicant’s Copy তে একটি User ID দেওয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১-১০ নং ক্রমিকের বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ৬৭.০০ টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ৬৬৭.০০ টাকা এবং ১১-১২ নং ক্রমিকের বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবাদ ৫৬.০০ টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ৫৫৬.০০ টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS এর নিয়মাবলী

প্রথম SMS: BSTI<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BSTI ABCDEF Reply: Applicant’s Name, Tk. 667/556 will be charged as application fee.

Your PIN is 00000000. To pay fee Type BSTI<space>Yes<space>PIN and send to 16222

দ্বিতীয় SMS: BSTI <space> Yes <space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BSTI Yes 000000 Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for BSTI Application for post 000000 User ID is (ABCDEF) and Password (000000).

প্রার্থী কর্তৃক দ্বিতীয় SMS প্রেরণের পর তিনি ফিরতি SMS এ Password পাবেন। এই Password, Admit Card (প্রবেশপত্র) Download এর জন্য প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।

MOIND Job Circular 2023  প্রবেশপত্র প্রাপ্তি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা বিএসটিআই কার্যালয়ের website: www.bsti.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পরীক্ষার সময়

লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল বিএসটিআই কার্যালয়ের website: www.bsti.gov.bd এ প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও জানানো হবে। Ministry of Industries job circular 2023

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

লিখিত পরীক্ষায় উত্তীন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :

ক) অনলাইনে পুরণকৃত আবেদনপত্র / Applicants Copy ও প্রবেশপত্র।

খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ।

গ) ২টি কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র।

ঙ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

চ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ;

ছ) প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

জ) মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার আবেদনকারীদের সংশ্লিষ্ট কোটার সনদপত্র।

ঝ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রীকে উপরোল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।

ঞ। প্রার্থী কর্তৃক কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল / অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলবঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। Ministry of Industries job circular 2023

কর্তৃপক্ষের নির্দেশনা

১। প্রার্থী যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন।

২। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

৩।প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

৪।সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

৫। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬। কোন প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক যে কোন অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিচেচিত হবে না। তবে তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭।  আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ ত্রুটি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোনো সুযোগ থাকবে না এবং ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে।

৮।  নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে।

৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।

১০। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১১।  নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। এ নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি এবং আবেদন ফরম পুরণের পূর্ণাঙ্গ নিয়মাবলি পত্রিকা ছাড়াও বিএসটিআই’র ওয়েবসাইট ( website: www.bsti.gov.bd) ও টেলিটকের (http://bsti.teletalk.com.bd) ওয়েবসাইটে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/bsti এ সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। 

যোগাযোগ/হেল্পলাইন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন শিল্প মন্ত্রণালয়

গণপ্রজাতত্রী বাংলাদেশ সরকার

মান ভবন, ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

ফোন: ৫৫০৩০০৫৪, ৫৫০৩০০৬৩, ৫৫০৩০০৯৩, ৫৫০৩০০৮০, 55030096, 550000৮৩, ৪৮১১৬৬৬৫ Fax: 88-02-55030092, E-mail: [email protected], [email protected],, Website: www.bsti.gov.bd

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। এই লিংকে দেখুন

শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩  Ministry of Industries job circular 2023  MOIND Job Circular 2023

শেয়ার করুন

Leave a Comment