খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ khulna Judge 1st Court job circular 2023 খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছেখুলনা জেলা জজ আদালতে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরসরি নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য যে খুলনা জেলা জজ আদালতে জারীকারক ০২টি এবং অফিস সহায়ক ০৯টি শূন্য পদ পূরণের জন্য গত ১৪/১১/১৬ অধিনে ‘দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭/১১/২০১৭ খ্রিঃ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ১১নং শর্তানুযায়ী উক্ত লিখিত পরীক্ষা বাতিল করা হইয়াছে। উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী পুনরায় উক্ত পদের বিপরীতে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোপূর্বে লিখিত পরীক্ষায় অংশ করিয়াছেন তাদেরকে নতুন করিয়া আবেদন করিবার আবশ্যকতা নাই এবং তাদের নতুন করিয়া প্রবেশপত্র ইস্যু করা হইবে।

সার সংক্ষেপ

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে 

সংক্ষেপে বিবরনঃ খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ মোট ৩টি ক্যাটাগরিতে ৩৯ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ৩১ অক্টোবর ২০২৩  দৈনিক জনকন্ঠ পত্রিকায় এবং আবেদনের  শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৩ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। আবেদন করতে হবে ডাকযোগে।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তাড়ি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। khulna Judge 1st Court job circular 2023

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় এর ভিশন এবং মিশন কি? খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় এর কার্যাবলি মূলত কি? 

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় এর দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার।  এতে করে খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।  

এর সাথে আপনি খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । আপনি কেন মনে করেন যে খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে। khulna Judge 1st Court job circular 2023

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি 

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিবরন

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ শূন্যপদের তথ্য

১। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 

পদ সংখ্যাঃ ০৩টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-১৬)  ৯৩০০-২২৪৯০  

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

যে কোন শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে।

২। পদের নামঃ জারীকারক

পদ সংখ্যাঃ ১৫টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-১৯)  ৮৫০০-২০৫৭০ 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

কোন স্বীকৃত  শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে ।

৩। পদের নামঃ অফিস সহায়ক

পদ সংখ্যাঃ ২১টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ (গ্রেড-২০) ৮২৫০-২০০১০   

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

অষ্টম শ্রেণী  উত্তীর্ণ হইতে হবে।

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর অফিসিয়াল নোটিশ দেখুন

প্রতিষ্ঠানের নামঃখুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ৩১ অক্টোবর ২০২৩
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃদৈনিক জনকন্ঠ পত্রিকা
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ৩টি
শূন্যপদঃ৩৯টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃডাকযোগে
আবেদনের শেষ তারিখঃ২৩ নভেম্বর ২০২৩ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে
খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1

khulna Judge 1st Court job circular 2023

প্রকাশ সূত্রঃ দৈনিক জনকন্ঠ পত্রিকা ৩১ অক্টোবর ২০২৩ 

আবেদন শুরু করার তারিখঃ শুরু হয়েছে 

আবেদনের শেষ তারিখঃ ২৩ নভেম্বর ২০২৩

আবেদন করার মাধ্যমঃ ডাকযোগে  

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে এবং প্রার্থী কর্তৃক দরখাস্তটি  স্বহস্তে পূরণকৃত ও স্বাক্ষরিত হইতে হইবে। চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, খুলনা বরাবর ডাকযোগে অথর সরসরি আবেদন প্রেরণ করিতে হইবে।

২। খামের উপর আদালতের ও পদের নাম উল্লেখ করিতে হইবে। 

৩। আবেদনপত্রের সহিত স্পষ্ট অক্ষরে ৯.৫ * ৪.৫ ইঞ্চি খামের উপর নিজ ঠিকানা লিখিয়া ১০ (দশ) টাকার ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম দিতে হইবে। জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের নমুনা ওয়েবসাইট (http://forms.mygov.bd) এ পাওয়া যাইবে।

৪। শূন্য পদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হইবে। কোটা দাবীকৃত আবেদনকারীকে খামের উপর কোন কোটায় আবেদন করা হইয়াছে তাহা সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট কোটার অধিকারী মর্মে সত্যায়িত প্রমাণপত্র আবেদনের সহিত দাখিল করিতে হইবে।

৫। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৫*৫ সেঃ মিঃ সাইজের ৩ কপি রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থল সংযুক্ত করিতে হইবে।

৬।অত্র বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত নমুনা প্রবেশপত্র পৃথক এ-৪ সাইজের কাগজে কম্পিউটারে টাইপ করে শুধুমাত্র ২ ও ৩ নং ক্রমিক পূরণপূর্বক চাকরির আবেদনের সহিত সংযুক্ত করিয়া প্রেরণ করিতে হইবে ।

আবেদনের সময়সীমা 

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন গ্রহন শুরু হয়েছে। আবেদন গ্রহণের শেষ অরিখ ২৩/১১/২০২৩ ইং বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। 

আবেদনের বয়সসীমা

khulna Judge 1st Court job circular 2023 এ আবেদনকারীর বয়স ২৩/১১/২০২৩ খ্রীঃ ১৮ (আঠার) হইতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হইতে হইবে। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা পুত্র / কন্যা পুত্র / কন্যার  পুত্র / কন্যা ক্ষেত্রে বয়সের সীমা ৩২ বছর। বয়সের ব্যপারে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

পরীক্ষার ফি জমা

 খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ পরীক্ষার ফি বাবদ ১নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনকারীদের অফেরতযোগ্য ২০০/- (দুইশত) টাকা এবং ২ ও ৩নং ক্রমিকে বর্ণিত আবেদনকারীদের অফেরতযোগ্য ১০০/- (একশত) টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ট্রেজারী চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নং কোডে জমা প্রদান করিয়া চালানের মূলকপি আবেদনের সহিত অবশ্যই সংযোজন করিতে হইবে। পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডার গ্রহণ যোগ্য নহে।

প্রবেশপত্র ও পরীক্ষার সময়

khulna Judge 1st Court job circular 2023লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখ করে যোগ্য প্রার্থীদের বরাবরে প্রাপ্ত খামে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে পেশ করা হইবে।

সকল বিধিবিধান অনুসরণ পূর্বক ১নং পদের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং ২ ও ৩নং পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রর্থী বাছাই চূড়ান্ত করা হইবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

khulna Judge 1st Court job circular 2023 এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রর্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের এবং কোটার অধিকারীদের ক্ষেত্রে প্রমাণক মূল কপি সহ ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রত্যেকটি সনদের ফটোকপি সঙ্গে অনিতে হইবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। khulna Judge 1st Court job circular 2023 এ সরকারি চাকুরী হইতে বরখাস্ত ও অপসারণকৃত প্রর্থীগণ আবেদন করিতে পারিবেন না ।

২। আবেদনের সহিত অন্য কোন কাগজ অথবা কোন প্রকার সনদপত্র অথবা কোন সনদের ফটোকপি দাখিল করিবার অবশ্যকতা নাই ।

৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না। প্রার্থীগণকে প্রয়োজনীয় কলম, পেনসিল সঙ্গে আনিতে হইবে ।

৪। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ পদের সংখ্যার কম-বেশি করিবার ক্ষমতাসহ যে কোন পদের নিয়োগ স্থগিত রাখিবার ক্ষমতা সংরক্ষণ করেন। 

৫। khulna Judge 1st Court job circular 2023 নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বণিয় গণ্য হইবে।

খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ khulna Judge 1st Court job circular 2023

শেয়ার করুন

Leave a Comment