গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – ১১০টি শূন্য পদ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023 গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নোক্ত শূন্য পদে চুক্তিভিত্তিক/দৈনিক মজুরী ভিত্তিক/স্থায়ী পদে লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে (স্বহস্তে পূরণকৃত) নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর দরখাস্ত আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অত্র পবিসের নোটিশ বোর্ডে ও নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যাবলী জানার জন্য গোপালগঞ্জ পবিসের ওয়েবসাইট (www.pbs.gopalganj.gov.bd) ডিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে আবেদন করার জন্য অন-লাইনে (http://pbsgop.teletalk.com.bd) ওয়েবসাইট ডিজিট করার অনুরোধ করা হয়েছে ।

বিজ্ঞপ্তি সংখ্যা ২টিঃ  ২য় বিজ্ঞপ্তিটি নিচে দেখুন 

সার সংক্ষেপ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে 

সংক্ষেপে বিবরনঃ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ ৪টি ক্যাটাগরিতে ১১০টি  পদে জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৫ জুলাই ২০২৩ইং দৈনিক সমকাল পত্রিকায় ও ২২ জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শুরু ২৭ জুলাই ২০২৩ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ৬ আগস্ট ও ১৭ আগস্ট ২০২৩ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন।আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023 

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩  কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর কার্যাবলি মূলত কি? 

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023  আমাদের ওয়েবসাইটঃ bd jobs plan

আরো কিছু চাকরির খবর

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩  বিবরন 

প্রতিষ্ঠানের নামঃগোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
বিজ্ঞপ্তি প্রকাশঃ ২৫ জুলাই ২০২৩
প্রকাশ সূত্রঃদৈনিক সমকাল পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ৩টি+১টি
শূন্যপদঃ৫৭টি + ৫৩টি
আবেদন করার মাধ্যমঃডাকযোগে ও অনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২৭ জুলাই ২০২৩ইং
আবেদনের শেষ তারিখঃ৬ ও ১৭ আগস্ট ২০২৩ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে দেখুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য

(০১) পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার ( ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক)

পদ সংখ্যাঃ ৪২টি।

আবেদন করার পদ্ধতিঃ  অন-লাইন ( টেলিটকের মাধ্যমে)

মন্তব্যঃ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতিত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

(০২) পদের নাম: বিলিং সহকারী (কাজ নাই মজুরী নাই) (মহিলাদের জন্য সংরক্ষিত)

পদ সংখ্যাঃ ১০টি।

আবেদন করার পদ্ধতিঃ নির্ধারিত ফরমে (ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে)

মন্তব্যঃ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা, গোপালগঞ্জ জেলার স্থায়ীভাবে বসবাসকারী নাগরিক এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংকার চর, পাংখার চর, চর পরানপুর, চর সুচাইল, চর পাচাইল ও চর ঘোনাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা / নাগরিকগণ আবেদন করতে পারবেন।

(০৩) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)

পদ সংখ্যাঃ টি।

আবেদন করার পদ্ধতিঃ নির্ধারিত ফরমে (ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে)

মন্তব্যঃ জেলা কোটার প্রাপ্যতা না থাকায় গোপালগঞ্জ, বরগুনা, পঞ্চগড়, মানিকগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, ভোলা, বান্দরবন, পটুয়াখালী, শরীয়তপুর, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, খুলনা, ফরিদপুর, ঝালকাঠি ও যশোর জেলা ব্যতিত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1

সূত্র: দৈনিক সমকাল – ২৫ জুলাই ২০২৩

আবেদনের শুরুর তারিখঃ ২৭ জুলাই ২০২৩

আবেদনের শেষ তারিখঃ ১৭ আগস্ট ২০২৩

আবেদনের লিংকঃ  http://pbsgop.teletalk.com.bd  

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

২য় বিজ্ঞপ্তি

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-এর নিম্নবর্ণিত চুক্তিভিত্তিক পদে লোকবল নিয়োগ/প্যানেল প্রস্তুতের নিমিত্ত আগ্রহী প্রাক্তন মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গণের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান করা হয়েছে ।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

(০১) পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)

পদ সংখ্যাঃ ৫৩টি 

বয়সঃ প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫২ (বায়ান্ন) বছর (০৬/০৮/২০১৩ খ্রিঃ তারিখে)।

বেতন স্কেলঃ  সর্বশেষ যে পবিসের চাকুরী হতে ছাড়পত্র প্রদান করা হবে, সেই পবিসের প্রদত্ত এলপিসি (Last Pay Certificate)/ প্রত্যয়ন পত্র অনুযায়ী মূল বেতন অথবা পবিস বেতন কাঠামো-২০১৬ এর সংশ্লিষ্ট পদের প্রারম্ভিক মূল বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

আগ্রহী প্রার্থীর যেকোন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/ মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে ০৩ (তিন) বছর / ০৬ (ছয়) বছর / ০৯ (নয়) বছর বা তদুর্দ্ধ সময়ের ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্মসম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সনদপত্র ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

অন্যান্য যোগ্যতাঃ

ক) প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত, ব্যক্তিত্ব সম্পন্ন, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

খ) প্রার্থীর নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে এবং বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

গ) প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয়ে অর্থাৎ যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023 

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 2
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 3
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 4
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 5

সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট – ২৫ জুলাই ২০২৩

আবেদনের মাধ্যমঃ ডাকযোগে

আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৩

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023 Info 

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

আগ্রহী প্রার্থীগণ গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট (Web: www. pbs.gopalganj.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং পমাসপ ১১০-০০২,ভার্সন-০১) A4 সাইজের কাগজে ডাউন লোড পূর্বক প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ০৬/০৮/২০২৩ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এই ঠিকানায় পৌঁছাতে হবে।

অসম্পূর্ণ, নির্ধারিত ফরম ব্যতিত অন্য কোন ফরম,সাদাকাগজে/ সরাসরি কোন আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। কোন ব্যক্তি যদি একাধিক মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করেন তাহলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

চুক্তির সময়কাল

নির্বাচিত প্রার্থীকে ০৩ (তিন) বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। চুক্তিকালীন কাজকর্ম ও প্রতি বছরের কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর কর্তৃপক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম ২/১ দিন বিরতি দিয়ে পুনরায় ০৩ (তিন) বছর মেয়াদে ২য় চুক্তি সম্পাদন এবং একই নিয়মে সুষ্ঠুভাবে কর্মসম্পাদনের পর সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে পুনরায় আরও ০৩ (তিন) বছর মেয়াদের জন্য ৩য় চুক্তি সম্পাদন করা যেতে পারে। তবে সর্বোচ্চ (০৩+০৩+০৩) = ০৯ (নয়) বছর অথবা ৫৫ বছর বয়স পর্যন্ত (যেটি আগে আসে) অত্র সমিতিতে চাকুরীতে নিয়োজিত থাকতে পারবেন। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023 

আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবে

ক) ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি,

খ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এর সত্যায়িত অনুলিপি,

গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি,

ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ পত্র,

ঙ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা বিআরইবি/ পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র,

চ) সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত “অভিজ্ঞতা সনদ” যা এজিএম (প্রশাসন/ এইচ আর) কর্তৃক সত্যায়িত থাকতে হবে। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023 

অন্যান্য শর্তাবলী

ক) নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০,০০০.০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনকভাবে চুক্তি সমাপনান্তে নির্ধারিত হারে মুনাফাসহ ফেরত প্রদান করা হবে।

খ) অত্র সমিতির ভৌগোলিক এলাকার প্রার্থী অর্থাৎ গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংকার চর, পাংখার চর, চর পরানপুর, চর সুচাইল, চর পাঁচাইল ও চর ঘোনাপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

গ) অস্ত্র পবিসের এলাকা পরিচালক / মহিলা পরিচালক ও পবিসের কর্মকর্তা/ কর্মচারীদের রক্তের সম্পর্কীয় কেউ অথবা তাদের স্বামী-স্ত্রীগণের রক্তের সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না।

ঘ) কোন সমিতির সাথে চলমান চুক্তির মেয়াদ উত্তীণের পূর্বে কোন কারণে কোন মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) যদি স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত/ অপসারিত/ চাকুরীচ্যুত হন বা শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকেন অথবা মেয়াদ পূর্তির পূর্বেই স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন অথবা দেশের ফৌজদারী আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত হন, তাহলে সেই প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। 

যদি কেউ তথ্য গোপন করে নিয়োগ প্রাপ্ত হন তবে কোন প্রকার তদন্ত বাতিরেকেই তাৎক্ষণিকভাবে চাকুরী হতে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঙ) যে সকল প্রার্থী ইতোপূর্বে অত্র পবিসে মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/ মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে (৩/৬/৯ বৎসর) কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

চ) দুই বা তার অধিক সহোদরের যে কোন একজন আবেদন করতে পারবেন। দুই সহোদর নিয়োগ প্রাপ্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ প্রাপ্ত উভয়ের চুক্তি বাতিল করা হবে।

ছ) প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কেউ তথ্য গোপন করে নিয়োগ প্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে বরখাস্ত করণ সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ) অভিজ্ঞতা সনদপত্রে উল্লেখিত প্রতিটি চুক্তিকাল তারিখ সহ ছকে উল্লেখ পূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি (কোন পরিসে কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন/ করছেন) স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

ঝ) অসম্পূর্ণ / ভুল আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।

ঞ) বাপবিবোর্ডের স্মারক নং- ২৭.১২.০০০০.১১০.৫৮.০০১.১৮.৩৬২৫, তারিখ- ১২ নভেম্বর ২০১৮ খ্রিঃ এর নির্দেশনা অনুসরন করে চাকুরীকাল (On Job Service Length) বিবেচনা করতঃ জ্যেষ্ঠতা নির্ধারণ পূর্বক প্যানেল প্রস্তুত করা হবে।

ট) চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের মধ্যেই বলবৎ থাকবে; যা কখনো কোনক্রমেই নিয়মিত হবে না।

ঠ) ইতিপূর্বে পুলিশ ভেরিফিকেশন না হয়ে থাকলে চাকুরীতে যোগদানের পর প্রার্থীর প্রাক-পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে এবং সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন ব্যতীত চুক্তি নবায়ন করা হবে না। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক না হলে চুক্তি বাতিল পূর্বক অব্যাহতি প্রদান করা হবে। Gopalganj Palli Bidyut Samity Job Circular 2023  

ড) চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগণ কোন বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা, রাজনীতি বা অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরীতে সার্বক্ষনিক বা খন্ডকালীনভাবে নিয়োজিত হতে বা থাকতে পারবেন না।

ঢ) নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সমিতি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। এই লিংকে দেখুন

শেয়ার করুন

Leave a Comment