ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Brac Bank Limited Job Circular 2023

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Brac Bank Limited Job Circular 2023  নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি এই ব্যাংকে চাকরি করতে আগ্রহী হয়ে থাকে। তাহলে আপনার আবেদন করার এটাই সূবর্ণ সুযোগ। বাংলাদেশে স্বায়ত্তশাসিত যতগুলো বাণিজ্যিক ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ব্র্যাক ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা জনাব ফজলে হাসান আবেদ। ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংক লিমিটেড এর যাত্রা শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাংকিং-সুবিধা প্রদানের লক্ষ্যে। এছাড়াও ব্র্যাক ব্যাংক লিমিটেড এর সফলতা ও সুনামের জন্য সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশ ও বিদেশে হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এওয়ার্ড ও পদক অর্জন করেছে।

সার সংক্ষেপ

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে 

সংক্ষেপে বিবরনঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ মোট ১টি ক্যাটাগরিতে  জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১ আগস্ট ২০২৩ বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং, আবেদনের  শুরু হয়েছে  এবং আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৩ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Brac Bank Limited Job Circular 2023

ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ 

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল ব্র্যাক ব্যাংক লিমিটেড কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। ব্র্যাক ব্যাংক লিমিটেড পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। ব্র্যাক ব্যাংক লিমিটেড এর কার্যাবলি মূলত কি? 

ব্র্যাক ব্যাংক লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে ব্র্যাক ব্যাংক লিমিটেড বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।  Brac Bank Job Circular 2023

আর কিছু চাকরির খবর

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিবরন

প্রতিষ্ঠানের নামঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড
বিজ্ঞপ্ত সংখ্যাঃ ১টি
বিজ্ঞপ্তি প্রকাশঃ১ আগস্ট ২০২৩
প্রকাশ সূত্রঃবিডি জবস
চাকরির ধরনঃবেসরকারি ব্যাংক চাকরি
ক্যাটাগরিঃ১টি
শূন্যপদঃঅনির্দিষ্ট
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃশুরু হয়েছে
আবেদনের শেষ তারিখঃ১৫ আগস্ট ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে দেখুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

ব্র্যাক ব্যাংক বর্তমানে তার বিকল্প ব্যাংকিং চ্যানেল ডিভিসিওতে এই পদের জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী, বুদ্ধিমান, লক্ষ্য-ভিত্তিক, উৎসাহি ব্যক্তি খুঁজছে।

(০১) পদের নাম: এজেন্ট রিলেশনশিপ অফিসার, এজেন্ট ব্যাংকিং বিভাগ  

পদ সংখ্যাঃ অনির্দিষ্ট 

বয়সঃ ২৮ জুলাই, ২০২৩ তারিখে ৩০ বছরের বেশি নয়।

অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর

জাতীয়তা: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

চাকরির স্থান: বাংলাদেশের যে কোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

একটি সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক।

ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অন্যান্য যোগ্যতাঃ 

১। ন্যূনতম 02 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা;

২। এজেন্ট ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং এবং বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রুডেনশিয়াল গাইডলাইন ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞান;

৩। মাইক্রোসফট অফিসের কাজের জ্ঞান;

৪। ভাল আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা;

৫। শক্তিশালী বিশ্লেষণী ক্ষমতা এবং গ্রাহক-কেন্দ্রিকতা;

৬। নির্ধারিত অঞ্চলের মধ্যে ব্যাপকভাবে ভ্রমণ করার ক্ষমতা;

চাকরির ধরন: ফুল টাইম

ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নির্বাচন পদ্ধতি: বাছাই প্রক্রিয়া সম্পূর্ণরূপে মেধা ভিত্তিক হবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ের জন্য দুই ধাপের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। Brac Bank Job Circular 2023

ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চাকরির দায়িত্বসমূহঃ

১। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের জন্য সম্ভাব্য এজেন্টদের সন্ধান করতে হবে যা ব্যাঙ্কের এজেন্ট নির্বাচন পদ্ধতি মেনে চলে;

২। জমা দেওয়া এজেন্ট অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্টেশন সম্পূর্ণ এবং ত্রুটি-মুক্ত তা নিশ্চিত করতে হবে;

৩। নির্ধারিত এজেন্ট ব্যাংকিং আউটলেট(গুলি) এর দৈনন্দিন কার্যক্রম অনুসরণ করা এবং অপারেশন সংক্রান্ত যেকোন সমস্যার বিষয়ে প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করা;

৪। ব্যাঙ্কের নীতি ও পদ্ধতির সাথে সম্মতি নিশ্চিত করতে সম্মত পৃথক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা;  Brac Bank Limited Job Circular 2023

৫। স্টেকহোল্ডারদের সাথে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং বজায় রাখা;

৬। বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সক্রিয় বিক্রয় প্রচেষ্টা এবং ক্রস-সেলিং সুযোগগুলিকে পুঁজি করে সম্ভাব্য গ্রাহকদের কাছে ব্যাংকিং পণ্য ও পরিষেবার প্রচার করা; 

৭। ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত এলাকায় গ্রাহক সচেতনতা কার্যক্রম, প্রচারমূলক কার্যক্রম এবং মিটিং পরিচালনা করা;

৮। ঘন ঘন বরাদ্দ করা এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলিতে যাওয়া এবং আউটলেট পর্যবেক্ষণ প্রতিবেদন/মডিউল আপডেট করা;

৯। সম্মতি বজায় রাখার জন্য নির্ধারিত এজেন্ট ব্যাংকিং আউটলেটে মসৃণ ব্যবসা পরিচালনা নিশ্চিত করা; Brac Bank Job Circular 2023

১০। এজেন্ট ফিল্ড অফিসারদের জন্য প্রয়োজনীয় অপারেশনাল এবং সিস্টেম-সম্পর্কিত প্রশিক্ষণ নিশ্চিত করা;

১১। টেকসই ব্যবসা বৃদ্ধি এবং এজেন্ট উপার্জনের জন্য সবচেয়ে দক্ষ বিক্রয় পদ্ধতি খুঁজে পেতে AB আউটলেটের ব্যবসার তথ্য বিশ্লেষণ করুন;

১২। প্রধান কার্যালয়ে নিয়মিত ব্যবসা প্রতিবেদন প্রদান;

১৩। সংশ্লিষ্ট শাখা এবং এসএমই ইউনিট অফিসের সাথে যোগাযোগ করুন;

১৪। ক্ষেত্রগুলিতে আউটলেটগুলির সক্রিয়করণ তত্ত্বাবধান করা ।

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো   

ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রকাশের তারিখঃ  ১ আগস্ট ২০২৩

আবেদনের শেষ তারিখঃ ১৫ আগস্ট ২০২৩

আবেদন করার লিংকঃ এখানে ক্লিক করুন

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। এই লিংকে দেখুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড পরিচিতি সংক্ষেপে

ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন ধারণা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন ধারার প্রবর্তক হিসেবে সুপরিচিতি। মূল প্রতিষ্ঠান বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে অনুপ্রেরণা নিয়ে, ব্র্যাক ব্যাংক বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আনুষ্ঠানিক ব্যাংকিং-সেবার আওতায় আনার উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূচনা করে। ব্র্যাক ব্যাংকের ঋণ-গ্রহীতাদের প্রায় অর্ধেক অংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সংক্ষেপে যাদের বলা হয় ‘এসএমই’।

প্রতিষ্ঠানের নামঃ    ব্র্যাক ব্যাংক লিমিটেড

কার্যক্রম শুরুঃ    ২০০১ সালের ৪ জুলাই 

ব্যাংক ধরনঃ      ব্যাংক লিমিটেড কোম্পানি

সদরদপ্তরঃ     তেজগাঁও, ঢাকা – ১২০৮, বাংলাদেশ

পণ্যসমূহঃ     ব্যাংকিং, আর্থিক পরিসেবা

পরিষেবাসমূহঃ যৌথ  ব্যাংকিং,, ফাইন্যান্স ও বীমা কনসুমার ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা। 

 শাখা =   ১৯৬ টি

এস এম ই ইউনিট অফিস =  ৪৫৭ টি

রেমিটান্স ডেলিভারি পয়েন্ট = ১৮০০ টি 

এটিএম বুথ = ৪৪৭ টি

এজেন্ট আউটলেট = ১০০০ টি 

টেলিফোন নম্বরঃ   ৮৮০১৩০১-৩২, ৮৮০১৩১১, ৮৮০১৩২১

ফ্যাক্স নম্বরঃ         +৮৮০-২-৯৮৬ ০৩৯৫

ওয়েবসাইটঃ          https://www.bracbank.com/ 

ই-মেইলঃ              [email protected] 

ঠিকানাঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড অনিক টাওয়ার ২২০/বি, তেজগাঁও গুলশান সংযোগ সড়ক তেজগাঁও, ঢাকা ১২০৮

ব্র্যাক ব্যাংক ভিশন

ব্যবসা ও বাজারের প্রতি দৃষ্টিভঙ্গিসম্পন্ন, সামাজিকভাবে দায়বদ্ধ একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংককে প্রতিষ্ঠা করা – যা ব্র্যাক ও এর অংশীদারদের দারিদ্রমুক্ত, আলোকিত ও সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবে।

ব্র্যাক ব্যাংক মিশন

  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের টেকসই বৃদ্ধি
  • ক্রমাগত ক্ষুদ্র-সঞ্চয় বৃদ্ধির সঙ্গে সম্পদের নিয়ন্ত্রিত বৃদ্ধি
  • সেল্ফ লায়াবিলিটি মোবিলাইজেশনের মাধ্যমে কর্পোরেট সম্পদে অর্থায়ন করা
  • সিন্ডিকেশন ও দ্রুত বর্ধনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধি
  • নন-ফান্ডেড আয় বৃদ্ধি করতে ধারাবাহিক প্রচেষ্টা
  • স্থিতিশীল লাভজনক প্রবৃদ্ধি বজায় রাখতে ঋণ-ব্যয় ২% রাখা
  • প্রবাসী-আয় বিতরণ এবং অন্যান্য সেবা প্রদানের জন্য ব্যাংকের শাখা, এসএমই ইউনিট অফিস ও ব্র্যাকের দপ্তরের মধ্যে সমন্বয় সাধন
  • সেবার মানের সঙ্গে আপোষ না-করে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে ব্যবসার বিভিন্ন দিক পরিচালনা করা
  • ব্যাংকের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বহুমুখী, প্রণোদিত, দূরদৃষ্টিসম্পন্ন বিভাগ পরিচালনা করা

 ব্র্যাক ব্যাংক এর কার্যক্রম

এই ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:

১। এসএমই ব্যাংকিং

২। বাণিজ্যিক ব্যাংকিং

৩। কার্ড পরিষেবা (ডেবিট ও ক্রেডিট )

৪। কর্পোরেট পরিসেবা

৫। কনয্যুমার লোন

৬। এটিএম পরিসেবা

৭। এজেন্ট ব্যাংকিং

তথ্য সুত্রঃ  অফিসিয়াল ওয়েবসাইটউইকিপিডিয়া 



ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Brac Bank Limited Job Circular 2023    Brac Bank Job Circular 2023  ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Leave a Comment